জেলার খবর

ছাতকে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

আব্দুছ ছালাম সাকিল জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

ছাতকে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন
শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ ছাতকে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সেমিনার কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও সহকারী কমিশনার ভূমি তাপস শীল কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন।বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অংগনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এমডিজি।

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘের ঘোষণা ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনে বদ্ধ পরিকর। আমার গ্রাম আমার শহর আদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্ম শালায় উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, টিএইচও ডাক্তার রাজিব চক্রবর্তী, মৎস্য প্রশান্ত কুমার দে, শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস, অভিজিৎ পাল,পৌরসভার সচিব ফারাবি,সিমেন্ট কারখানার জি এম(প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, পি আই ও কেএম মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আবুল হাসনাত, ইমাম মাও নুরুল হকসহ কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিবও ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button