কৈফিয়তের ছড়া
— মাইন উদ্দিন আহমেদ
আমাকে আমি বানাইনি,
একথা কি আমি জানাইনি!
ভেবেচিন্তে দেখে সবদিকে,
লিখেছি সেকথা ফেইসবুকে।
এরপরও কেনো অভিযোগ,
নালিশ করা কি একটা রোগ!
স্রষ্টা বানালেন সহজ-সরল,
তাই বলে কি খাওয়াবে গরল?
আমিতো শোনো আমারই মত,
জানিনা বিধির রহস্য যত–
সৃষ্টি নাটকে আমি অতি ক্ষুদ্র,
চরিত্রের বাইরে কেমনে হই রুদ্র!
মহান শিল্পী এঁকেছেন আমাকে,
বাবাকে দাদাকে আর নানাকে,
এনাকে ওনাকে এবং তেনাকে–
একবার দিলেন শুধু ফুৎকার,
শ্রুত হলো জনম চিৎকার,
এরপরও কতশত আর্তনাদ–
হজম করে অসংখ্য অত্যাচার।
নির্মাণে তাঁর কোন ত্রুটি নেই,
প্রশ্ন থাকলে পুছো তাঁহাকেই।
বিশ্ব নাটকে আমার ভূমিকা একটাই,
এদিক ওদিক করার নেই সুযোগটাই।
হয়তো বলবে এ লেখায় কেনো প্রেম নেই?
ভুল প্রতীকেই সদাসর্বদা আমরা প্রেম দেই।