ছাতকের লাফার্জ-হোলসিমে ৪৯ টন বিপজ্জনক কেমিক্যাল ধ্বংস করা হবে।
আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)
ছাতকের লাফার্জ-হোলসিমে ৪৯ টন বিপজ্জনক কেমিক্যাল ধ্বংস করা হবে।
চট্টগ্রাম বন্দরের ৪৯ টন বিপজ্জনক কেমিক্যাল সুনামগঞ্জ এর ছাতকের লাফার্জ হোলসিম সিমেন্ট কারখানায় ধ্বংস করা হবে।
বিপজ্জনক এসব পদার্থের মধ্যে রয়েছে সোডা অ্যাস, ফসফেরিক এসিড, ফুড ফ্লেভার, টেক্সটাইল কেমিক্যাল, বাঙ্ককিট, হাইড্রোক্লোরাইড, পারফিউম সহ আরো মারাত্নক ধরনের কেমিক্যাল দ্রব্য। জানা যায়, চট্টগ্রাম বন্দরের পি-কেমিক্যাল শেডে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ওই সব কেমিক্যাল তিন বার নিলামে তোলা হয়েছে।
কিন্তু কোন ক্রেতা ওই সব কেমিক্যাল ক্রয়ে ইচ্ছুক নয়। মারাত্নক বিপজ্জনক পণ্য হওয়ায় ঢাকা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লাফার্জ হোলসিম কারখানায় ওই সব কেমিক্যাল ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাস্টমসের কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের উপস্থিতিতে আগামী রোববার থেকে এ গুলো ধ্বংস করা হবে। সম্পূর্ণ ধ্বংস কার্যক্রম শেষ করতে অর্ধ-মাস সময় লাগতে পারে বলে জানা গেছে।
প্রায় দু’যুগের পুরনো ক্ষতিকর এসব রাসায়নিক পণ্য ডিও সাইকেল প্রকল্পে দুই হাজার ডিগ্রি উত্তপ্ত আগুনের কুন্ডলীতে পুড়িয়ে ধ্বংস করা হবে। পরিবেশের ক্ষতি যাতে না ঘটে সেই কারনে অত্যন্ত সাবধানতার সাথে কেমিক্যাল ধ্বংসের পর্যাপ্ত প্রস্তুতি ইতিমধ্যেই গ্রহন করেছে লাফার্জ হোলসিম।