খেলাধুলা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মোঃ হৃদয় হোসেন, গজারিয়া প্রতিনিধি-(মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় হোসেন্দী ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২০ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে আজ শুক্র বার বিকেল ৩ ঘটিকায় আশ্রাব্দী ফুটবল ক্লাব বনাম রঘুরচর পূর্বপাড়া উদয়ন সংঙ্গ ফাইনাল খেলা হয় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় (১- ০) গোল এ জয় লাভ করে আশ্রাব্দী ফুটবল ক্লাব।

আশ্রাব্দী ফুটবল ক্লাব দলের এর হয়ে একমাত্র গোলটি করে ২ (দুই) নম্বর পরিহিত জার্সি রাকিব হোসাইন। প্রথম ইনিংসে দুই দলেই গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দ্বিতীয় ইনিংসে ২৭ মিনিটের মাথায় ডিফেন্সার রাকিব হোসাইন এর একমাত্র গোলে আশ্রাব্দী ফুটবল ক্লাব জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ মুন্সিগঞ্জ তিন (৩)আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার মাজারুল হক তপন(বিভাগীয় প্রধান ব্লাড ট্রান্সিলেশন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সভাপতি হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়), হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠুর সভাপতিত্বে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়। যার কন্ঠে অনুষ্ঠানটি সঞ্চলনায় মোঃরুবেল প্রধান (নির্বাহী পরিচালক মেঘনা ডায়াগনস্টিক হসপিটাল)। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান নেকী খোকন ভাইস চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ, আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন চেয়ারম্যান , জনাব মোঃ আলহাজ্ব মমিনুল হক টিটু সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, জনাব শহীদুজ্জামান জুয়েল চেয়ারম্যান ,মোঃ আরিফ হোসাইন হোসেন্দী ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ইঞ্জিনিয়ার সাহিদ মোহাম্মদ লিটন, জনাব মিজানুর রহমান চেয়ারম্যান, এসএম সালাউদ্দিন মাস্টার চেয়ারম্যান জনাব মোঃ শাহাবুদ্দিন জনাব মোঃ হুমায়ুন কবির মাতাব্বর প্রমূখ।সে সময় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন এস এম কাউছার,আশ্রাব্দীর গোলকিপার মোঃ বাবু ম্যান অব দ্যা ম্যাচ এবং ১০গোল করে ম্যান অব দ্যা টুনামেন্ট নির্বাচিত হয় মোঃ রুবেল রঘুরচর পূর্বপাড়া উদয়ন সঙ্গ।পরিশেষে মনিরুল হক মিঠু জানান, একজন খেলোয়াড় কখনো মাদকাসক্ত হতে পারেনা,একজন খেলোয়াড় কখনো আন-ডিসিপ্লেন হতে পারেনা,একজন খেলোয়ার কখনো দেরিতে ঘুম থেকে উঠিতে পারেনা, এ বলে প্রতেক খেলোয়াড়কে খেলাধুলার আরো মনোনিবেশ করিতে আহ্ববান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button