জেলার খবর

সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪৭ টি মামলার আপোষ নিষ্পত্তির রায়।

আব্দুছ ছালাম শাকিল, জেলা প্রতিনিধি-(সুনামগঞ্জ)

সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪৭ টি মামলার আপোষ নিষ্পত্তির রায়।

আদালত শুধু সাজাই দেয় না, ভালবাসার মাধ্যমে সংসার আপোষ নিষ্পত্তি সম্ভব সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪৭ টি মামলার আপোষ নিষ্পত্তির রায় দিয়েছেন বিচারক মোঃ জাকির হোসেনের আদালত।

আজ বুধবার (২৫ নভেম্ভর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে ৪৭ মামলার আপোষ নিষ্পত্তি করেন বাদী বিবাদীরা।
পারিবারিক বিরোধের জেরে ১১ এর গ ধারায় সংঘটিত এসব মামলার আপোষ নিষ্পত্তির সময় ফুল ও লজেন্স দিয়ে স্বামী স্ত্রী ও সন্তানদের বরণ করে নেন নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জাকির হোসেন।

ঐতিহাসিক এই আপোষ নিষ্পত্তির মাধ্যমে স্ব স্ব পরিবারের স্বামী স্ত্রী সন্তানরা মিলিত হয়েছেন।
কারাবাস ভোগ করে স্বামীগণ স্ত্রী ও সন্তানদের বাড়ি নিয়ে গেছেন। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি এড নান্টু রায় বলেন, এটা যুগান্তকারি রায় দিয়েছেন আদালত। আদালত শুধু সাজাই দেয় না, ভালবাসার মাধ্যমে সংসার ফিরিয়ে দেয়া সম্ভব সেটাই প্রমান করলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button