সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনবাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধিঃ
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনবাগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রাস ওয়েলফেয়ার সোসাইটি সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে সোসাইটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ নূর ইসলামের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্পোরাল অফিসার সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনির আহমেদ।আরো বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল হালিম,অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু তাহের পাটোয়ারি।
অনুষ্ঠানে সশস্ত্রবাহিনীর অন্যান্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট,অবসরপ্রাপ্ত সেনা সদস্য,বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
উক্ত সংস্থার মাধ্যমে সামর্থ্যহীন অসুস্থ সেনা পরিবার ও দুঃস্থ মানুষের চিকিৎসায় আর্থিক অনুদান, অসহায় সেনা সদস্যদের মেয়ের বিবাহে সাধ্যানুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান,সিভিল এবং সেনা সদস্যগণের বেকার ছেলে মেয়েদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি সহ সশস্ত্রবাহিনীর সদস্যদের বিভিন্ন সমস্যার সমাধান ও কল্যাণমূলক কাজে সহযোগিতা করাই এ সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
সশস্ত্রবাহিনীর অবসরপ্রাপ্ত ব্যাক্তিগণ একটি ফরম পূরণ করে এ সংস্থার সদস্য হওয়া যাবে।