ধর্ম ও জীবন

ধামরাই মহাশ্মশানে স্বাস্থ্য বিধি মেনে দীপাবলি ও শ্যামা পূজা উদযাপিত।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাই মহাশ্মশানে স্বাস্থ্য বিধি মেনে দীপাবলি ও শ্যামা পূজা উদযাপিত।

ঢাকার ধামরাই উপজেলার পৌর শহরের
ধামরাই মহাশ্নশান পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত দীপাবলি ও শ্যামা পূজোৎসব অনুষ্ঠান শনিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যায় ধামরাই মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি প্রান গোপাল পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা।

এ’সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর (১নং ওয়ার্ড) মোঃ আরিফুল ইসলাম আরিফ, পৌর কাউন্সিলর (২নং ওয়ার্ড) মোঃ আমজাদ হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) ফারহানা হোসেন, কর্মসংস্থান ব্যাংক এর সাবেক এজিএম প্রদীপ কুমার মজুমদার। উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দুলাল চন্দ্র সরকার ।

এ’সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই মহাশ্মশান পরিচালনা বর্তমান কমিটির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, সহ-সভাপতি সমীর বরন সরকার, সাধারণ সম্পাদক অশোক কুমার পাল (ভম্বল), কোষাধ্যক্ষ ভজন ধর , সদস্য উত্তম বনিক প্রমূখ।

সঞ্চালনায় ছিলেন – কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য নন্দ গোপাল সেন। এ’সময় বক্তারা সরকারের রাস্তা প্রশস্তকরণ আওতায় রোডস্ এন্ড হাইওয়ে সিএনবি ধামরাই মহাশ্মশান মার্কেট ভেঙে গুড়িয়ে দিয়েছে।

যার ফলেমহাশ্মশান এর একমাত্র আয়ের পথ বন্ধ রয়েছে। ধামরাই মহাশ্মশান পরিচালনা কমিটির উদ্যোগে ও সর্বমহলের সার্বিক সহযোগিতায় এতদ্ অঞ্চলের মধ্যে সর্বাঙ্গ সুন্দর মহাশ্মশান গঠন করা হয়েছে। রথের আদলে মন্দির নির্মান সহ অন্যান্য উন্নয়ন মূলক কাজ সম্পন্ন করা হয়েছে কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।

মহাশ্নশানের মন্দিরের নিত্য সেবা-পূজা, ও আধুনিক মহাশ্মশান মন্দির সহ অন্যান্য স্হাপনার মেইনটেইনস্ বিবিধ ব্যয় বাবদ প্রচুর অর্থের প্রয়োজন। যেতেতু মহাশ্মশান মার্কেট ভেঙে গুড়িয়ে দিয়েছে, তাই মহাশ্মশান কমিটির এ’সকল ব্যয় বহন করতে পারছে না। তাই মহাশ্মশান কমিটি মেয়র মহোদয় এর নিকট মহাশ্মশানের পূর্বের ন্যয় মার্কেট পৌরসভার অনুদানে নির্মান করার দাবি রাখেন।

এ’বিষয়ে মেয়র মহোদয় তার বক্তব্যে বলেন আমি যদি পুনরায় আপনাদের সকলের ভোটে ও দোয়ায় মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ধামরাই পৌরসভার কর্তৃক আগামী দীপাবলি ও শ্যামা পূজার আগেই ধামরাই মহাশ্মশান মার্কেট নির্মান করে দিব। তিনি বলেন আমি সব সময় আপনাদের আহবানে সাড়া দিয়ে পাশে ছিলাম, আছি ও আগামীতে পাশে থাকব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button