জেলার খবর

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯ তম জন্ম জয়ন্তী উদযাপিত।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছায় সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯ তম জন্ম জয়ন্তী উদযাপিত।

পাইকগাছা শিব্সা সাহিত্য অঙ্গনের উদ্যোগে সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৩৯ তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি (তদন্ত) আশরাফুল আলম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, কাজী জামাল হোসেন, অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আশুতোষ কুমার মন্ডল, শিক্ষক পঞ্চানন সরকার, প্রভাষক ময়নুল ইসলাম, কৃষ্ণপদ মন্ডল, মোমিন উদ্দীন, তরুণ কান্তি মন্ডল, সুফল মন্ডল, আব্দুল ওহাব বাবলু, পলাশ মন্ডল, অনিতা রানী মন্ডল, মমতাজ পারভীন মিনু, আফরোজা পারভীন শিল্পী, এমএম আজিজুল হাকিম, ইলিয়াস হোসেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, বাসন্তী মন্ডল, পঞ্চানন সরকার, প্রজিত রায়, সাংবাদিক এম মোসলেম উদ্দীন আহমেদ, তৃপ্তি রঞ্জন সেন, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দীন সোহাগ, বি সরকার, এন ইসলাম সাগর, পূর্ণ চন্দ্র মন্ডল, আবুল হাশেম, ওয়ালটনের ম্যানেজার আছাদুল আলম।

অনুষ্ঠানে শিল্পী কৃষ্ণা ব্যানার্জী, সোমা রায় ও পূজা বসু সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে বক্তারা পাঠ্যপুস্তকে খান সাহেব ও খান বাহাদুর উপাধিতে ভূষিত সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হক এর জীবন সম্পর্কিত একটি অধ্যায় অন্তর্ভূক্ত ও সাহিত্যিকের জন্ম এবং মৃত্যু বার্ষিকী সরকারিভাবে পালনের দাবী জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button