আমারে ছেড়ে দেন আর মাইরেননা আমি আর নিউজ করবো না এক জন সাংবাদিকের আকুতি।
সাংবাদিক গোলাম সারোয়ার নিখোঁজ হওয়ার চারদিন পর ১ নভেম্বর খ্রিষ্টাব্দ তারিখে রাত আটায়, উদ্ধার করেন অজ্ঞান অবস্থায় কিছু স্থানীয় বাসিন্দা ও পুলিশ।
আরো কতোটা নির্মম নিষ্ঠুর ভাবে নির্যাতনের শিকার হলেন কলম সৈনিক গোলাম সারোয়ার, এই নির্যাতনের কষ্ট কতো ভয়ংকর হলে একজন সাংবাদিক পা আঁকড়ে ধরে বলতে বাধ্য হয়েছিল ভাই আমাকে আর মারবেননা প্লিজ, আমি আর নিউজ করবোনা।
সহকর্মী সাংবাদিক গোলাম সরোয়ারের উপর কতোটা অমানবিক অত্যাচার হয়েছিল এই থেকে অনুমান করা যায় স্বাধীন বাংলাদেশের কোনো কলম সৈনিকের নিরাপত্তা নেই।
অপহরণকারীরা তাঁকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে গেছেন অনেকটা বিবস্ত্র করে। এই ঘটনা পুরো সাংবাদিক সমাজের জন্য সতর্কবার্তার পাশাপাশি, লজ্জা ও উদ্বেগের।এই এই ঘটনার নেপথ্য হোতারা যদি আইনের আওতায় না আসে তাহলে দিনের পর দিন এ ভাবেই সাংবাদিকরা নির্যাতিত হতে থাকবেন।
সাংবাদিক গোলাম সরোয়ারের অপহরণকারীূের এবং নির্যাতনকারীর পুরো চক্রকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানাচ্ছে সকল সাংবাদিকরা নিশ্চয়ই আইন-শৃংখলাবাহিনী এ ব্যাপারে যা যা করণীয় সব ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদী।