জাতীয়

চট্টগ্রামে নিখোঁজের ৪ দিন পর সন্ধান মিলল সাংবাদিক গোলাম সরওয়ারের।

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে নিখোঁজের ৪ দিন পর সন্ধান মিলল সাংবাদিক গোলাম সরওয়ারের।

চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারের দাবিতে ৩১ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র বিক্ষোভ সমাবেশ থেকে ১৬ ঘন্টার আল্টিমেটাম ঘোষনা, অন্যতায় সাংবাদিকদের বৃহত্তম কর্মসুচি ঘোষনার পর ২০ ঘন্টার মাথায় ১ অক্টোবর বিকালে অবশেষে চট্টগ্রামের মীরেরসরাই থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হয়েছে।

৩১ অক্টোবর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ আল্টিমেটাম ঘোষনা করে বলেছিলেন, নিখোঁজের তিন দিন পরও সাংবাদিক সরওয়ারের সন্ধান না পাওয়ায় উদ্বেগ জানিয়ে সিইউজের নেতারা বলেন, একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইঙ্গিত।‘রাষ্ট্রের চর্তুথ স্তম্ভ গণমাধ্যমে আঘাত করে কারা ফায়দা লুটতে চায়, কারা সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্থ করতে চায়, সেসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা এখন সময়ের দাবি।

যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততক্ষণ রাজপথ ছাড়বেনা বলে জানিয়েছিলেন সাংবাদিক সমাজ।’

গণমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে এই অপহরণের ঘটনা হয়েছে বরে মন্তব্য করেছিলেন সিইউজে নেতারা।

বর্তমান সরকারকে সাংবাদিক বান্ধব সরকার বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রেখেছিলেনন সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের সাবেক সহসভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও হাইকোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এ এইচ এম জিয়া উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহসভাপতি অনিন্দ্য টিটো।

নিখোঁজের চার দিন পর সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় খোঁজ মিললো চট্টগ্রামের নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারের।

রোববার রাত ৮টার দিকে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ও পুলিশ সুপার এস এম রশিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

দুজনেই জানিয়েছেন, সাংবাদিক সরোয়ারকে সীতাকুণ্ডের কুমিরায় অজ্ঞান অবস্থায় সন্ধান মিলেছে সংবাদে জেলা পুলিশ ও সিএমপির দুটি টিম কুমিরার হাজী পাড়া ব্রিজ ঘাটায় রওনা দিয়েছে। তাকে চট্টগ্রামে আনার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছে সিএমপি সুত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button