ধর্ম ও জীবন

নাটোর ফরহাদ বাবার পবিত্র মাজার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন।

নাটোর সংবাদদাতাঃ

নাটোর ফরহাদ বাবার পবিত্র মাজার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন।

মানব জাতীর হেদায়েত ও মুক্তির পথ প্রদর্শক,জগৎ বাসীর জন্য রহমত,আদর্শ মানবের শিরোমনি,হযরত মুহাম্মাদ (সঃ) পৃথিবীতে আগমনের দিন হিসাবে,সকল শ্রেনীর ধর্মপ্রাণ মুসলমানের জন্য এই ১২ই রবিউল আওয়াল দিনটি অত্যান্ত তাৎপর্যপূর্ণ দিন,প্রতি বছরই সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে উদ্যেশ্য করে,ইবাদত এ ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

প্রতি বছরের ন্যায় নাটোর জেলার,লালপুর থানার,পালিদেহা গ্রামে,দীর্ঘ বছর যাবৎ চলে আসা,এই মিলাদুন্নবী (সঃ) এর সার্বিক আয়োজন ছিল খুব জাক-জমকপূর্ন্য।

খানকায়ে ফারুকীয়া আবুল উলাইয়া দরবার শরীফের বর্তমান প্রধান তত্বাবধায়ক বি.এম.সাগর এর সাথে আলোচনা করে জানা যায়,কামেল ওলী ঢাকার সাঁত রওজা আবুল উলাইয়া দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর সাহেব হযরত মাওলানা মুফতী আবু বকর ফরহাদ ফারুকী আবুল উলাইয়ী (রঃ) এর মাধ্যমে এবং সার্বিক তত্বাবধানে দীর্ঘ প্রায় ৭১বছর যাবৎ চলে আসা,এই মিলাদুন্নবী (সঃ) এর আয়োজনে কোরআন তেলওয়াত,ওয়াজ-মাহফিল,জিকির,দুরুদ ও হামদ-নাতের মাধ্যমে শুরু হয়,মিলাদুন্নবী (সঃ) এর আয়োজন।

আগের রাতে মিলাদ-মাহফিল,জিকির ও হামদ-নাতে মগ্ন থাকেন নবী প্রেমিকগন,পরের দিন ভোর থেকে শুরু হয় ঈদের আয়োজন,গোসল করে নতুন পোশাক পড়ে ও সুগন্ধি আতর মেখে,শত শত নবী প্রেমিক ছোট-ছোট কচি বাচ্চারা,যুবক,বয়োবৃদ্ধ সকলেই পালিদেহা দরবারে একত্রিত হয়,তারপর নবীর নাত ও জিকিরের মাধ্যমে শুরু হয়,মিলাদুন্নবী (সঃ) আনন্দ মিছিল,নাটোর জেলার পালিদেহা থেকে শুরু করে পাবনা জেলার আরামবাড়িয়া বাজার পদক্ষিন করে গৌরীপুর মোড় ঘুরে আবার পালিদেহা ফরহাদ বাবার মাজার শরীফে এসে,মিলাদ -কিয়াম,শেষে মোনাজাত ও তবারক বিতরনের মাধ্যমে শেষ হয়,পালিদেহা আবুল উলাইয়া দরবার শরীফের আয়োজন,তার পর সকলে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে চরে রওয়ানা হয়,লালপুর থানার বিলবাড়িয়া গ্রামে, সেইখানে খানকায়ে সিদ্দীকিয়া আবুল উলাইয়া দরবার শরীফেও একই আয়োজন শেষে সমাপ্তি ঘোষনা করেন,ঈদে মিলাদুন্নবী (সঃ) এর আয়োজন।তবে আজকের মিছিল থেকে প্রিয় নবীজিকে কটুক্তি করে ফ্রান্স ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে,প্রতিবাদী স্লোগান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button