করোনা কোভিড-১৯ সংক্রমণ সমন্ধে জনসচেতনতায় আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ
করোনা কোভিড-১৯ সংক্রমণ সমন্ধে জনসচেতনতায় আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আলেম – ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮শে অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশন (ঢাকা বিভাগীয় কার্যালয়) ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ধামরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে আলেম – ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন এর মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর উপ- প্রকল্প পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন সানোড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ বিভিন্ন জনপ্রতিনিধিগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও আলেম- ওলামাগন।
বক্তারা বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এড়াতে জনসচেতনতায় আলেম-ওলামাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
প্রধান অতিথি ধামরাইয়ের এমপি আলহাজ্ব বেনজীর আহমদ বলেন করোনার সংক্রমণ এড়াতে জনসচেতনতা আলেম- ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ ভাবে কাজ করেছে বিধায় আমাদের দেশে করোনায় প্রাণহানি অন্য দেশের তুলনায় অনেক কম রয়েছে। এরা সরকারের স্বাস্থ্য বিধি ও নির্দেশনা মেনে বড় দুটি ধর্মীয় ঈদ উৎসব সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করেছে বিধায় করোনার সংক্রমণ এড়াতে পেরেছে।
তাছাড়াও প্রতিদিন মসজিদে স্বাস্থ্য বিধি, সাবান দিয়ে হাত ধোঁয়া সহ সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রেখেছে আমাদের দেশের সকল আলেম- ওলামাগন। এদের ভূমিকা সর্বমহলে প্রসংশিত হয়েছে।