আখাউড়ায় আইনমন্ত্রীর পিতা মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত।
মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)
আখাউড়ায় আইনমন্ত্রীর পিতা মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত।
আখাউড়ায় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আইনমন্ত্রীর সুযোগ্য পিতা এ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৮ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে আখাউড়া পৌরসভায় দোয়া,কোরআনখানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য মরহুম সিরাজুল হক বাচ্চু মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,বঙ্গবন্ধু হত্যা মামলা ও জাতীয় চার নেতা হত্যা মামলার প্রধান কৌশলী,কসবা আখাউড়ার ২ বারের সংসদ সদস্য, বাংলাদেশ সংবিধানের অন্যতম প্রণেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও উপমহাদেশের বিশিষ্ট আইনজীবী ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কাশেম ভূঁইয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র জনাব তাকজিল খলিফা কাজল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সদস্য আতাউর রহমান নাজিম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন,মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।