রাসুল( স,) কে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)
রাসুল( স,) কে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সা. )এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোর জেলা ইমাম পরিষদের উদ্যোগে শহরের দড়াটানা ভৈরব চত্তরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর বুধবার বিকেলে যশোর মনিহার খুলনা বাসস্ট্যান্ড থেকে বিশাল মিছিল ও দড়াটানা ভৈরব চত্তরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় যশোরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমগণ মাওলানা আনোয়ারুল করিম মাওলানা নাসির উদ্দিন সাহেব মাসনা মাদ্রাসার সুযোগ্য মুহতামিম মুফতী ইয়াহইয়া সাহেব বলেন, ফ্রান্স একটি সাম্প্রদায়িক, উগ্র, ধর্মান্ধ হিসেবে বিশ্ব দরবারে নিজেদের উপস্থাপন করেছে। ফ্রান্সে বিরুদ্ধে মানবতাবাদী গোটা পৃথিবীর এক কাতারে ঊসামিল হওয়ার সময় হয়েছে। বিশেষভাবে রাসূল রা. এর সম্মানের উপর আঘাত করে পোনে দুইশ’ কোটি মুসলমানের হৃদয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছে।
আলেমগণ বলেন, আমরা মনে করি ফ্রান্সে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ পোনে দুইশ’ কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। আমরা পোনে দুইশ’ কোটি মুসলামানের কাছে জানতে চাই এমানুয়েল ম্যাক্রঁর ষড়যন্ত্র প্রতিহত করতে তারা প্রস্তুত আছে কিনা।
আলেমগণ এসময় বেশকিছু দাবি জানান। দাবিগুলো হলো- ফ্রান্সের এ ঘৃণ্যকার্যক্রমের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঊকরতে হবে। ফ্রান্সের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাদের অর্থনৈতিক অবরোধ করতে হবে।