জেলার খবর

প্রয়াত নেতা নাসিম ওসমানের মৃত্যুর পর স্থানটি চলে যাচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

প্রয়াত নেতা নাসিম ওসমানের মৃত্যুর পর স্থানটি চলে যাচ্ছে।

এক সময়ে নারায়ণগঞ্জ ৫-আসনটি ছিল জাতীয় পার্টি নেতাকর্মীদের দখলে জনন্দিত প্রয়াত নেতা নাসিম ওসমানের মৃত্যুর পর তিলে তিলে সেই স্থানটি চলে যাচ্ছে আওয়ামীলীগ ও বিএনপির দখলে। বর্তমান নারায়ণগঞ্জ ৫-আসনে জাতীয় পার্টির সাংসদ হলেও তার দলীয় কোন কর্মসূচি না থাকার কারনে নেতাকর্মীরা বিমুখী হয়ে চলে যাচ্ছেন অন্যদলে যার কারনে অদূর ভবিষ্যতে ৫-আসনে জাতীয় পার্টি পড়বে মহা বিপদে।

উল্লেখ থাকে বর্তমান নারায়ণগঞ্জ ৫-আসনের সাংসদ সদস্য জনন্দিত প্রয়াত নেতা নাসিম ওসমানের মৃত্যুর পর তার ছোট ভাই সেলিম ওসমান জাতীয় পার্টি থেকে উপ নির্বাচনে মনোনয়ন দেয় তাকে। সেলিম ওসমান তার মনোনয়ন নিবাস করেন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে যার কারনে নেতাকর্মীরা তার সাথে নিয়মিত যোগাযোগ করতে পারছেন না বলেই দিশেহারা কর্মীরা।

নারায়ণগঞ্জ ৫-আসনের সাবেক সাংসদ সদস্য প্রয়াত নেতা নাসিম ওসমানের প্রান ছিলেন তার নেতাকর্মীরা, নাসিম ওসমান নেই দলীয় কার্যালয়েও নেই, নেই তৃনমূল নেতাকর্মীরাও। গত ১৬অক্টোবর সেলিম ওসমান বন্দর এক সভায় জাতীয় পার্টির জেলা সভাপতি মরহুম জাহের চেয়ারম্যানের কথা স্বরন করেন কিন্তু কখনও তো যার দ্বারা যার নামের উপর তিনি আজ সাংসদ সদস্য তাকে কোনোদিন স্বরন করতে দেখেনি জনসাধারন।

হয়তো যে ভাবেই হউক না কেন সেলিম ওসমান নারায়ণগঞ্জ ৫-আসনের সাংসদ সদস্য তার ভুলে গেলে চলবে না। নারায়ণগঞ্জ জেলায় আল্লাহপাক একজনকেই জন্ম দিয়েছিল যিনি সব সময় জনসাধারন সহ নেতাকর্মীদের কথা ভাবতেন সে হচ্ছেন প্রয়াত নেতা নাসিম ওসমান। উপরোক্ত কথা গুলো বললেন নাম না বলা এক রাজনীতি বিশেষজ্ঞ তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ৫-আসনে একজনই নেতা ছিলেন যিনি কর্মী বান্দব জনদরদী ও মানব কল্যানে নিবেদিত প্রান তার শূন্যস্থান কেউ পূরন করতে পারবে বলে মনে হয়না উক্ত আসনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button