জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সরাইল পানিশ্বর।

মোঃ আল আমিন, জেলা প্রতিনিধি-(ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া মেঘনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সরাইল পানিশ্বর।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল পানিশ্বর শাখাইতি গ্রামের এলাই বখ্স বাড়ির সামনের প্রায় ১০ শতাংশ জায়গা নিমিষেই নদীগর্ভে বিলীন হয়ে গেল, এখনও পর্যন্ত নদী ভাঙ্গন চলমান রয়েছে উল্লেখ্য যে গত ২ বছর ধরে পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রাম সহ কয়েকটি গ্রামের বেশ কয়েকটি চাতাল কল ব্রয়লার ইতোমধ্যে নদীর তলদেশে চলে গেছে।

যদিও এ ব্যাপারে মহিলা সংরক্ষিত আসনের এমপি শিউলী আজাদ কিছু সহযোগিতা করেছিলেন
কিন্তু এখনো পর্যন্ত এর কোনো স্থায়ী প্রতিকার ব্যাবস্থা গ্রহণ করেননি স্থানীয় জনপ্রতিনিধিগণ।

এদিকে অত্র এলাকার জনগণ খুবই আতঙ্কে বসবাস করছে রাত হলেই চিন্তা তাদের আবাস স্থল যদি পানি নিচের চলে যায় তাহলে কোথায় গিয়ে বসবাস করবে।

এমতাবস্থায় তারা ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রতিনিধিগনের কাছে ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা আকুল আবেদন করেন দ্রুত পদক্ষেপ নিয়ে এ সমস্যার যেন ব্যাবস্থা করে দেন,তা না হলে কয়েকদিনের মধ্যে মনে হয় মানচিত্র থেকে সরাইল পানিশ্বর নামের স্থানটি মেঘনা নদীতে পরিণত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button