আন্তর্জাতিক

সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী সাড়ে ৩ কোটি ছাড়াল।

অনলাইন ডেস্কঃ

সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী সাড়ে ৩ কোটি ছাড়াল।

বৈশ্বিক মহামারি করোনায় সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ কোটি ছাড়িয়ে গেছে।

অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে ১০ লাখ ৪০ হাজারে ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, আজ সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৩ লাখ ৯৭ হাজার ৩২০ জন।

এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৪১ হাজার ৮২৩ জন। করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার ১১৬ জন।

তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্যে আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান একটু কম দেখা দেখানো হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৫০ লাখ ৭০ হাজার ২১৮ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১০ লাখ ৩৫ হাজার ৮৫৩ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছে ২ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৮৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button