জেলার খবর

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৭৪তম জম্মদিনের আলোচনা সভায় আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব ও উত্তেজনা।

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ৭৪তম জম্মদিনের আলোচনা সভায় আ’লীগের দু’পক্ষের দ্বন্দ্ব ও উত্তেজনা।

ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের নয়াচর ও বনেচর গ্রামবাসীর উদ্যোগে মানণীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জম্মদিন উপলক্ষে চেতনায় ৭১ এর উপজেলা শাখার আহবায়ক মোঃ লুৎফর রহমানের পৃষ্টপোষকতায় ও বালিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান এর সহযোগিতায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০শে সেপ্টেম্বর) বিকেলে বাস্তা-নয়াচর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আ’লীগের সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা, উপজেলা সহ-দফতর সম্পাদক মোঃ আব্দুল বাসের, বালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আহমদ হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী, ইউপ সদস্য এমারত হোসেন প্রমূখ।
বাস্তা বাজার মাঠে শতশত নেতাকর্মী মানণীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ৭৪তম জম্মদিন উপলক্ষে আয়োজিত এ’অনুষ্ঠানে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদ হোসেনকে দাওয়াত না দিলে কিন্তু এমপি বেনজীর আহমদ চেয়ারম্যান আহমদ সাথে করে ওই অনুষ্ঠানস্থলে যান।

এসময় নেতাকর্মীরা আহমদ হোসেন ও তার আস্থাভাজন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল গণিকে লাঞ্চিত করে।

একপর্যায়ে দুই পক্ষের সর্মথকের মধ্যে হাতাহাতি সংঘটিত হওয়ার পরিস্থিতিতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে স্থানীয় এমপির হস্তক্ষেপে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

এসময় নেতাকর্মীরা বক্তব্য অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে ত্যাগি নেতাকর্মীদের বাদ দিয়ে চাটুকারদের পদ পদাবি দিয়েছে উপজেলা কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন। এছাড়াও দলের কর্মকান্ড ও ব্যবসা বানিজ্য ইউনিয়নের সিনিয়র নেতাকর্মীদের বাদ দিয়ে তার আস্হাভাজন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক আব্দুল গণিকে দিয়ে করানোর কারনে দলের ত্যাগি নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

অপর দিকে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আহমদ হোসেন এ’অনুষ্ঠানে সংঘটিত ঘটনার যা এমপি মহোদয় এর সামনে ঘটেছে তার বিচার চেয়েছেন ধামরাইয়ের অভিভাবক ঢাকা-২০ ধামরাই আসনের সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এর কাছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button