জেলার খবর
ফটোগ্রাফিতে আবারো আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার।
তানভীর ইসলাম রাজু, বগুড়া প্রতিনিধিঃ-
ফটোগ্রাফিতে আবারো আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার।
ইতালিতে অনুষ্ঠিত সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফিক প্রতিযোগিতায় পুরস্কার পেতে যাচ্ছেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। প্রতিবছরই ইতালিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা জানান, এ বছরের প্রতিযোগিতায় আরবান বিভাগে তাঁর তোলা ‘বোটস অব বুড়িগঙ্গা’ ছবিটি প্রশংসিত হয়েছে। পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বেঁধে রাখা নৌকার ছবিটি তিনি ড্রোন দিয়ে তুলেছেন। প্রতিযোগিতায় বিজয়ীদের ছবিগুলো ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় ছাপা হয়েছে।
তিনি জানান, এর আগেও ফটোগ্রাফিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।
প্রসঙ্গত, সিয়েনা আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিজয়ী ছয়জন আলোকচিত্রীর ১১টি ছবি প্রকাশ করা হয়েছে। এরমধ্যে এসপি আলী ভূঞার ড্রোন দিয়ে তোলা ছবিটি রয়েছে।