সোনারগাঁয়ের মেঘনা শিল্পাএলাকায় বসত ঘরে আগুন, দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।
মোঃ হৃদয় হোসেন, সোনারগাঁ থেকেঃ
সোনারগাঁয়ের মেঘনা শিল্পাএলাকায় বসত ঘরে আগুন, দশ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।
গতকাল নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পএলাকাতে বিশাল অগুনিকান্ড ঘটে।২৯/০৯/২০২০ইং মঙ্গলবার সকাল ১০টা দিকে পিরোজপুরের প্রতাব নগর গ্রামের ইয়াসিন মিয়ার বাড়িতে অগুনি কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। সে বাড়ির ভাড়াটিয়াদের দাবী আগুনে তাদের ঘরের ১০ লাখ টাকার মুল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
বাড়ীর মালিক ইয়াসিন মিয়া জানান যে মঙ্গলবার সকাল ১১ টার দিকে, তার বাড়িটি ভাড়াদেওয়ার জন্য নির্মিত দশটি টিনের ঘর।সেখান থেকে প্রথমে একটিতে আগুন লাগে। এবং মুর্হতের মধ্যেই তা অন্যান্য ঘরে ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখা মুর্হুতের মধ্যে আশপাশের ১০টি ঘরে ছড়িয়ে পড়ে।
সে কারনে ঘরের আসবাব পত্রসহ কিছুই বাহির করিতে পারে নি,ঘড়ে থাকা বিভিন্ন মালামাল সহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ইয়াসিন মিয়া এবং বাড়াটিয়াদের দাবি তাদের আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে। কোন সূএে অগুনি কান্ড,প্রথমিক ভাভে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।