জেলার খবর

পাইকগাছার হরিঢালীতে ১নং বিট পুলিশিং এর সভায় ওসি এজাজ শফি। অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।

এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)

পাইকগাছার হরিঢালীতে ১নং বিট পুলিশিং এর সভায় ওসি এজাজ শফি। অপরাধ কঠোর হস্তে দমন করা হবে।

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে ১নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হরিঢালী বিট পুলিশিং কার্যালয় (পরিষদ চত্বরে) সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) এজাজ শফি। বিট পুলিশিং অফিসার ও হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মনিরুজ্জামান হাজরার সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানার ওসি তদন্ত আশরাফুল আলম।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় বিট পুলিশিং এর সুফল ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড যেমন মাদক নির্মূল, বাল্য বিবাহ, চুরি ডাকাতি সহ সার্বিক অপরাধ প্রবনতার বিষয়ে বক্তব্য রাখেন, প্রধান অতিথি।

এ সময় বক্তব্য রাখেন, ১নং হরিঢালী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক রাজিব গোলদার, ইউপি সদস্য হাবিবুর রহমান হবি।

সভায় ইউনিয়নের সকল মসজিদের ইমামগণ, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button