যশোর মনিরামপুরে ভাইপোর হাতে চাচার মৃত্যু।
যশোর জেলার মনিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে জমি জমা বিরোধের জের ধরে আপন ভাইপোর হাতে চাচার মৃত্যু হয়।
শুক্রবার বিকেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত আব্দুস সাত্তারের ভাইপো পারভেজ (২৫) কে আটক করা হয়।রাতে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মনিরামপুর থানায় নেয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় গোবিন্দপুর গ্রামের ইব্রাহিমে গোলদারের ৫পুত্র ও তার অন্য ভাই ভাইপোদের জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিরোধ চলে আসছিল। এই ঘটনা কেন্দ্র করে ভাইদের মধ্যে শত্রুতা হয় এবং দু,ভাগে বিভক্ত হয়ে পড়েন।এর মধ্যে নিহত আব্দুস সাত্তারের পক্ষে অবস্থান নেয় জয়নাল আবেদীন ও আব্দুল কুদ্দুস। আন্য দুই ভাই আব্দুল হামিদ ও রোকনুজ্জামান আব্দুস সাত্তারের উপর ক্ষিপ্ত হয়ে পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে তাদের লোকজন আব্দুস সাত্তারের উপর হামলা চালায়। এবং এলোপাথাড়ি কিলঘুষি লাথির আঘাতে আহত হন। এবং আব্দুস সাত্তার কে পরে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে গেলেও নিহতের ভাইপো পারভেজ কে পুলিশ আটক করে।
মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।