প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের ব্যবস্হাপনায় প্রেরিত সরঞ্জাম ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন বেনজীর আহমদ এমপি।
রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টার-ঃ
প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদকের ব্যবস্হাপনায় প্রেরিত সরঞ্জাম ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করেন বেনজীর আহমদ এমপি।
শনিবার (১২ই সেপ্টেম্বর – ২০২০ খ্রীস্টাব্দ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর ব্যবস্থাপনায় করোনা ভাইরাস প্রতিরোধে চিকিৎসা সামগ্রী বিতরণের কার্যক্রম এর প্রক্ষিতে ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সম্মানিত সভাপতি এবং ঢাকা -২০ ধামরাই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা এর কাছে হস্তান্তর করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবানসহ হাত ও মুখ পরিস্কারের জন্য নানাবিধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক,ঢাকা জেলা আওয়ামীলীগের বর্ষীয়ান রাজনীতিবিদ ঢাকা জেলা আ”লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শফিক আনোয়ার গুলশান,আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা ,ডাঃ নন্দলাল সূত্রধর,সানোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খালেদ মাসুদ লাল্টু সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ
ও সাংবাদিকবৃন্দ।