বাঁশখালীতে কারিতাসের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত।
এনামুল হক রাশেদী, বাঁশখালী প্রতিনিধি-(চট্টগ্রাম)
বাঁশখালীতে কারিতাসের প্রশিক্ষন কর্মশালা অনুষ্টিত।
মানব সেবা ও উন্নয়নমুলক আন্তর্জাতিক সাহায্য সংস্থা “কারিতাস” চট্টগ্রাম অঞ্চলের বাঁশখালী উপজেলার ৯ নং গন্ডামারা ইউনিয়নে দুর্যগে ঝুঁকি হ্রাস বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
৬ সেপ্টেম্বর, রবিবার কারিতাস গন্ডামারা ইউনিয়ন অফিসে ইউনিয়ন সুপারভাইজর কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টিত এই কর্মশালায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কারিতাস উপজেলা মাঠ কর্মকর্তা দেলোয়ার হোসেন আল মামুন ও ছনুয়া ইউনিয়ন সুপারভাইজর আবু তাহের। কারিতাস গন্ডামারা ইউনিয়ন দুর্যুগ ব্যবস্থাপনা কমিটির সহায়তায় ,পরিবার ও সমাজ পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্প (২য় ধাপ) বাস্তবায়নে ৫ নং ওয়ার্ড দুর্যুগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করেন।
সকাল ১০ টায় শুরু হওয়া এই প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহনকারী ডেলিগেটদের প্রাকৃতিক দুর্যুগে কিভাবে ক্ষয়ক্ষতি রোধ এবং হ্রাস করা যায় এবং দুর্যুগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন। অংশগ্রহনকারী ডেলিগেটদের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহন করেন সাংবাদিক এনামুল হক রাশেদী, মাওলানা জহির আহামদ, মোহাম্মদ জকরিয়া প্রমুখ।
প্রশিক্ষন কর্মশালায় সার্বিক সহযোগিতায় ছিলেন, গন্ডামারা ইউনিয়ন সুপারভাইজর অনিল ত্রিপুরা ও এ্যানিমেটর জসিম উদ্দিন।