সড়ক পুনঃনির্মাণের দাবি এলাকাবাসীর।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আন্দুয়া, ভিকাখালীর একটি গ্রুরুত্বপূর্ন রাস্তা। মহিষকাটা বাজার ব্রীজ থেকে শুরু করে ভিকাখালী বাজারেরর সাথে মিলিত হয়েছে।
মহিষকাটা বাজার ব্রীজ থেকে প্রায় চার কিলোমিটার রাস্তার মরন ফাঁদ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তাটি দিয়ে,অটো,হুন্ডা সহ বিভিন্ন মালবাহী গাড়ি চলাচল করে।প্রতিনিয়ত অটো,হুন্ডার যাত্রীদের নিয়ে গর্তে এবং রাস্তার বাইরে পরে যায়।
উল্লেখ্য ভিকাখালী বাজার থেকে প্রায় ২ কিলোমিটার রাস্তা ২০২০ সালে পাকা রাস্তা হলেও তার পরে প্রায় ৪ কিলোমিটার রাস্তার ১৫ বছরেও কোন মাটি কিংবা মেরামত হয়নি। স্থানীয় হুন্ডা এবং অটোবাইক চালকদের চাঁদার টাকায় রাস্তার ভাঙ্গা মেরামত করা হয় বলে জানিয়েছেন এম হাসানুর রহমান হাসান(সহঃশিক্ষক)।
এমতাবস্থায় এলাকাবাসীর একমাত্র দাবি মির্জাগঞ্জ ভিকাখালী, আন্দুয়া, এবং কালীকাপুর বাসীর একমাত্র উপজেলার সাথে এই যোগাযোগের রাস্তাটি যেন পাকা করে দেওয়া।