ধর্ম ও জীবন

আল্লাহ পাক কেন মানুষ সৃষ্টি করেছেন।

আবদুল্লাহ আল মামুন, জেলা প্রতিনিধি-(যশোর)

আল্লাহ পাক কেন মানুষ সৃষ্টি করেছেন।

আল্লাহ সুবহানাহু তায়ালা সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক আমাদের মহান রব মানুষ কেন সৃষ্টি করেছেন ,এই প্রশ্নের জবাব পবিত্র কোরআন শরিফের বহু জায়গায় দিয়েছেন।

আল্লাহ পাক বলেন , আমি মানুষ বেহুদা সৃষ্টি করিনাই , অবশ্যই আমার উদ্দেশ্য রয়েছে।

সম্মানিত পাঠক আসুন পবিত্র কোরআন শরিফের আয়াত থেকে আমরা জবাব টি গ্রহণ করি।

আল্লাহ পাক রাব্বুল আলামীন সুরা যারিয়ার৫৬ নং আয়াতে বলেন, আমি একমাত্র আমার ইবাদত আমার দাসত্ব গোলামী করার জন্য মানুষ এবং জ্বিন সৃষ্টি করেছি। এখন আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি তাহলে এর পরিণাম ভয়াবহ জহান্নাম,তাই আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি ,আল্লাহকে রাজি করে পরকালের মহা শান্তি জান্নাত অর্জন করি।

নামাজ এমন একটি ইবাদত , হাদিস শরিফে এসেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেয়া হবে , আরেক হাদিসে এসেছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য শুধু নামাজ, মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ আদায় করে না।

প্রিয় পাঠক যে কথা বলছিলাম, আল্লাহ পাক রাব্বুল আলামীন কেন মানুষ সৃষ্টি করেছেন, এর জবাবে আল্লাহ পাক পবিত্র কোরআন শরিফের ২৯ পারার প্রথম সুরা মুলকের ২ নাম্বার আয়াতে বলেন আমি মানুষের মৃত্যু ও জিবন সৃষ্টি করেছি তার কারন , আমি আল্লাহ পাক দেখতে চাই কে কত সুন্দর উত্তম ভালো ইবাদত করতে পারে।

আল্লাহ পাক এই আয়াতে কিন্তু বলেন নাই ,কে কত বেশি ইবাদত করতে পারে,বলা হয়েছে কে কত সুন্দর ভালো ইবাদত বন্দেগী করতে পারে।

হাদিস শরিফে এসেছে, তোমার ঈমান কে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্যে যতষ্ট হইবে।

প্রিয় পাঠক গণ একটি কথা ভালো করে বুঝবেন যে বেশি আমল করার দরকার নাই , তবে আল্লাহর ফরজ হুকুম রাসুল (স:) এর সুন্নত গুলি সুন্দর ভাবে মনোযোগ দিয়ে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল দিয়ে খুশু খুজুর সহিত ইবাদত বন্দেগী করতে হবে , তাহলে অল্প আমলেই আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে।

প্রিয় পাঠক তাহলে পবিত্র কোরআন শরিফের আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ পাক মানুষ এবং জ্বিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এবং কে কত ভালো ইবাদত করতে পারে এই জন্য।

প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই তবে এই আলোচনা ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ , পরবর্তী আলোচনা পড়তে চোখ রাখুন এই পত্রিকা তে।

*লেখক মোঃ আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ইসলামী আলোচোক লেখক সাংবাদিক ইসলামী গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী, সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা
যশোর জেলা প্রতিনিধি-নিউজ জাতীয় বাংলাদেশ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button