পাইকগাছা থানা পুলিশের অভিযান; তিন চোরসহ চুরি করা ছাগল ও ট্রলার জব্দ!
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছা থানা পুলিশের অভিযান; তিন চোরসহ চুরি করা ছাগল ও ট্রলার জব্দ!
খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউপি’র দারুন মল্লিক খেয়া ঘাট থেকে ট্রলার ও তিনটি চোরাই ছাগল উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় চুরির ঘটনায় জড়িত তিন চোর পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাদের তাড়িয়ে ধরতে সক্ষম হয় পাইকগাছা থানা পুলিশ। মঙ্গলবার তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ এজাজ শফি’র নির্দেশে এ এস আই নাজির মোল্যা ও কয়েকজন সংগীয় ফোর্স ঘটনাস্থল থেকে সু-কৌশলে সাতক্ষীরা জেলার তালা থানার তিন চোরকে আলমত সহ আটক করে।
আটককৃতরা হলো তালা থানার জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের বেনীকান্তের ছেলে নিমাই বিশ্বাস(৫৫), বালিয়া মালো পাড়া এলাকার মৃত আকছেদ মোড়লের ছেলে মনিরুল মোড়ল (৩০) ও মৃত শওকত মোড়লের ছেলে রাশেদুল মোড়ল (৩২)।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দাকোপ থানার বাজুয়া এলাকা থেকে তারা তিনটি ছাগল চুরি করে ট্রলার যোগে দারুন মল্লিক খেয়াঘাটের দিকে আসছিল। এ সময় ওসি এজাজ শফী চোরদের আগমনের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাঠান। প্রথমে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালানোর চেষ্টা কালে তাদেরকে তাড়া করার এক পর্যায় ঝাপটে ধরে পুলিশ। এ সময় তাদের চুরি করা একটি ট্রলার ও তিনটি ছাগল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।