কপিলমুনিতে রাস্তা দখল করে পাকা ইমারত নির্মাণ; ঘটছে দুর্ঘটনা!
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
কপিলমুনিতে রাস্তা দখল করে পাকা ইমারত নির্মাণ; ঘটছে দুর্ঘটনা!
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ব্যাস্ততম ও জনবহুল বৈরাগীপাড়ার সড়কটি দখল করে পাকা ইমারত নির্মাণ করেছে রনজিৎ অধিকারী নামে স্থানীয় এক কবিরাজ ব্যবসায়ী। ফলে রাস্তা সংকুচিত হওয়ায় প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঘটছে নানা দুর্ঘটনা।
সরেজমিন গিয়ে দেখাগেছে, মুল রাস্তা থেকে প্রায় ৩ ফুট রাস্তার জায়গা দখল করে সিঁড়ি সহ পাকা ইমারত গড়ে তুলেছেন কবিরাজ রনজিৎ। ফকিরবাসা সংলগ্ন ডাঃ জিষ্ণুপদ মুখার্জির ক্লিনিকে যেতে এবং কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যেতে এ রাস্তাটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে থাকে কোমলমতি শিশু শিক্ষার্থীদের জন্য। স্থানীয় অনেকে অভিযোগ করেও কোন কাজ হয়নি।
জানাগেছে, ফকিরবাসা মোড় থেকে শাখা রাস্তাটির কোন নয়নজুলি (স্লোভ) তো নাই বরং মুল রাস্তাটির ৯ ফুটের মধ্যে প্রায় ৩ ফুট দখল করে ফেলেছেন কবিরাজ রনজিৎ। এতেকরে রাস্তাটির দৃশ্যপট বদলে গেছে।
ঘন বসতিপুর্ণ এ রাস্তাটির উপর দখলকৃত পাকা স্থাপনা জনস্বার্থে অপসারনের দাবি এলাকাবাসীর। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।