জেলার খবর
নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় ৪টি ফার্মেসিকে জরিমানা।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় ৪টি ফার্মেসিকে জরিমানা।
আজ নোয়াখালীর সদর উপজেলার বসিরের দোকান (রেল ক্রসিং সংলগ্ন) ও দত্তেরহাট এলাকায় অননুমোদিত, মিসব্রান্ডেড, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ৪ টি ফার্মেসিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ৫০ টাকা এবং যথাযথ স্বাস্থ্য বিধি না মেনে মাস্কবিহীন যাত্রী পরিবহন করার অপরাধে একজনকে ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক ব্যবহারে সাধারণ জনগণকে উৎসাহ প্রদান করা হয় এবং জেলা প্রশাসনের পক্ষে সাধারণ জনগণের মধ্যে কিছু মাস্ক বিতরণ করা হয়। এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন।