মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনগণকে করোনায় সচেতন মূলক কাজ ও পরামর্শ দিচ্ছেন।
আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)
মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জনগণকে করোনায় সচেতন মূলক কাজ ও পরামর্শ দিচ্ছেন।
যশোর জেলার মনিরামপুর উপজেলার চেয়ারম্যান জনাবা নাজমা খানম,গতকাল (১০আগস্ট) সোমবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছেন।
যেখানে অনেক মানুষের ভিড় অনেক জনসমাগম সেই সমস্ত স্থানে গিয়ে তিনি এলাকাবাসী কে করোনা বিস্তার রোধে সচেতন ও সতর্কতার সাথে থাকার জন্য সবাইকে পরামর্শ দেন।
এই কার্যক্রের বিষয়ে একটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেখা যায়।
করোনার শুরু থেকেই উপজেলা চেয়ারম্যান নাজমা খানম অসহায় হত দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ প্রদান করে উপজেলা বাসীর খেদমত করে যাচ্ছেন।
মনিরামপুর উপজেলার অনেক ইউপি চেয়ারম্যান জনগণের খোঁজ খবর নিচ্ছেন না বরং দুর্নীতি করে এলাকাবাসী কে অতিষ্ঠ করে তুলেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সঠিক বিচার না পেয়ে অনেকে জনগণ ছুটে আসেন উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের নিকট।
এই বিষয়ে জনগণের পাশে থেকে সঠিক বিচার করার কারণে বিভিন্ন ইউপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের সাথে শত্রুতা করার কথা জানা যায়।
ঝাঁপা ইউনিয়নের অসহায় হত দরিদ্র মোঃ নুর ইসলাম (৪৫) ও তার স্ত্রী তাসলিমা (৩৮) বেগম জমি জমা সংক্রান্ত বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল হক মন্টুর নিকট যান।
কিন্তু মাস বছর ঘুরে সঠিক বিচার না পেয়ে উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার দেন, উপজেলা চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রতভাবে সমাধানের চেষ্টা করে যাচ্ছেন।