ধর্ম ও জীবন

আল্লাহর নিয়ামত।

আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রতিনিধি-(খুলনা)

আল্লাহর নিয়ামত।

পৃথিবীতে যত মাখলুকাত আছে সবাই আল্লাহর রহমত নিয়ামতের মধ্যে ডুবে আছে ।

আল্লাহর রহমত হুকুম ছাড়া কোন মানুষ বা প্রাণী এক সেকেন্ড বাঁচার ক্ষমতা নাই।

সেই মহান রব সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ তায়ালা কে আমারা ভুলে দুনিয়ার মিছে মায়ায় ,শয়তানের ধোকায় পড়ে সর্বদা পাপে লিপ্ত হয়ে আছি।

আল্লাহ পাক পবিত্র কালামে সুরা ইনভিতরের
৬নং আয়াতে বলেন
দুনিয়ার কোন বস্তু তোমাকে আমি আল্লাহর স্বরন থেকে ফিরিয়ে রেখেছে।

এছাড়াও পবিত্র কোরআন শরিফের সুরা রহমানে বার বার আল্লাহ পাক বলেন ,
(তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে)

আল্লাহ পাক আমাদের না চাইতেই কোটি কোটি নিয়ামত দিয়ে সুখে শান্তিতে বাঁচিয়ে রেখেছেন সেইজন্য সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি (আলহামদুলিল্লাহ)

আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবি আল্লাহর পক্ষ হতে বান্দার জন্য নিয়ামত।

শুধু তাই নয় আল্লাহ পাকের সমস্ত মাখলুকের মধ্যে মানুষ কে সুন্দর সেরা আশরাফুল মাখলুকাত বানিয়েছেন।

পবিত্র কোরআন শরিফের ৩০ নং পারার সুরা ত্বীনে আল্লাহ পাক
প্রথম দ্বিতীয় তৃতীয় আয়াতে ডুমুর যইতুন
পাহাড় ও নগরের কছম
করে ৪ নং আয়াতে বলেন আমি মানুষ কে সুন্দর করে সৃষ্টি করেছি।

এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন , তবুও মানুষ আল্লাহর শুকরিয়া আদায় থেকে বিরত।

আসুন শুকরিয়া কিভাবে আদায় করতে হয় সংক্ষিপ্ত ভাবে
জেনে নিই।

আসলে আমরা মনে করি মুখে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে যায়

হ্যা মুখের শুকরিয়া আদায় হয়

তবে আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।

যেমন হাত দিয়ে ভালো কাজ করতে হবে দ্বান ছদকা করতে হবে

চোখ দিয়ে দেখে দেখে পবিত্র কোরআন শরিফ পড়তে হবে
খারাপ বিষয় গুলি না দেখার চেষ্টা করতে হবে।

কান দিয়ে ওয়াজ তেলোয়াত শুনতে হবে
গান বাজনা হারাম সেগুলো শোনা থেকে বিরত থাকতে হবে।

পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে
অন্তর দিয়ে আল্লাহর প্রতি পুরা ধ্যান খেয়াল দিয়ে নামাজ আদায় করতে হবে

তাহলেই আমাদের শরিলের শুকরিয়া আদায় করা হবে।

আল্লাহর অফুরন্ত নিয়ামতের আলোচনা লিখে শেষ করা সম্ভব নয়।
তবুও আমার সামান্য ঞ্জানে কোরআন হাদিস দিয়ে আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কে আখেরাত মুখি করার চেষ্টা মাত্র।

আজ এই পর্যন্তই ধারাবাহিক ভাবে চলবে ইনশাআল্লাহ।

লেখক
*বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক আলোচোক
মোঃ আবদুল্লাহ আল মামুন যশোর
সাবেক শিক্ষক কৃষ্ণনগর মাদ্রাসা বাঘারপাড়া যশোর।♦খুলনা বিভাগীয় প্রতিনিধি নিউজ জাতীয় বাংলাদেশ♦

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button