প্রিয় দেশবাসীসহ সকল ধর্ম প্রাণ মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানান, সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীন।
নিউজ জাতীয় বাংলাদেশ
প্রিয় দেশবাসীসহ সকল ধর্ম প্রাণ মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানান, সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীন।
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি নিউজ জাতীয় বাংলাদেশ ডট কম কর্মরত সৎ সাহসী পেশাদার সাংবাদিক সাহাদাৎ হোসেন শাহীন সকল ধর্ম প্রাণ মুসলমান ভাই বোনদের ঈদুল আযহার শুভেচ্ছা জানান, আসসালামুআলাইকুম ঈদুল আযহা কুরবানীর ঈদ ধর্ম প্রাণ মুসলমানদের পশু কুরবানীর ঈদ মহান আল্লাহ্ কে রাজি খুশি রেখে প্রিয় নবী মুহাম্মদ সাঃ)এর নামে মা বা ছেলে সন্তান পরিবার পরিজনদের নিয়ে একসাথে আনন্দ উল্লাসের মাধ্যমে পছন্দের পশুদের কুরবানী দেওয়া হয়।
ইতিহাস সাক্ষী হযরত ইসমাইল (আঃ) থেকে ধুম্বা কুরবানীর মাধ্যমে মুসলমানদের উপর জায়েজ হয়ে যায় পছন্দের পশুদের কুরবানী দেওয়া। ইসমাইল ( আঃ) এর আত্ত্বজীবনী থেকেই কুরবানী পশুর আবির্ভাব ঘটে মুসলমানদের উপর পশু কুরবানী করার হুকুম হয়ে যায়। আল্লাহ্ সকল ধর্ম প্রাণ মুসলমানদের পশু কুরবানী করার আদেশ দিয়েছেন হে প্রিয়নবী মুহাম্মদ সাঃ)এর ইমানদার মোমিন বান্দারা তোমরা পশু কুরবানী দাও আমার আদেশ তোমরা হালাল উপার্জনের মাধ্যমে পছন্দের পশুদের কুরবানী দাও সমানভাবে ভাগ ভন্টরা করে আত্ত্বিয়ো স্বজনদের পাড়া প্রতিবেশীদের গরীব অসহায় মানুষের মাঝে পশুর গোস্ত পৌছে দাও অবশিষ্ট থাকা গোস্ত তোমরা পরিবারের সদস্যদের নিয়ে খাও।
আমরা কুরবানী গোস্ত অবশ্যই গরীবের মাঝে বিলিয়ে দিবো এই করোনা মহামারী ক্ষতি গ্রস্ত অসহায় মানুষগুলোর মাঝে কুরবানী পশুর গোস্ত পৌছে দিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করি। আমিন ছুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।