লক্ষীপুরের চরশাহীতে ব্যাবসায়ীকে গুলি ও হত্যার চেষ্টায় মামলায় যুবলীগের নেতাদের গ্রেফতার।
লক্ষীপুর প্রতিনিধিঃ
লক্ষীপুরের চরশাহীতে ব্যাবসায়ীকে গুলি ও হত্যার চেষ্টায় মামলায় যুবলীগের নেতাদের গ্রেফতার। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা ঘটনায় ২৫ জুলাই শান্তকে গ্রেপ্তার করা হয়। পরে শান্ত লক্ষ্মীপুর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেছে, রিয়াজ ওই ব্যবসায়ীকে গুলি করেছে। রোববার (২৬ জুলাই) বিকেলে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। রিয়াজকে সোমবার (২৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে গ্রেপ্তারকৃত দু’জনই জেলা কারাগারে রয়েছে।
জানা গেছে, আহত ব্যবসায়ী হাসান চরশাহীর তিতারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ও মুদি ব্যবসায়ী। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় তার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে খাবার খেয়ে হাসান বাড়ির পুকুর ঘাটে হাঁটাহাঁটি করছিলেন। ঘটনার সময় হঠাৎ মুখোশধারী ৫-৬ জনের একদল সন্ত্রাসী বাড়ির ভেতর ঢুকে হাসানের পেটে গুলি করে। একই সময় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ এলাকাটিতে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ড ও কিশোর গেং এর অত্যাচারে অতিষ্ঠ জনসাধারণ, অভিজ্ঞ জনেরা জানান, চরশাহীতে একটি পুলিশ ফাড়ী আবশ্যক।