একজন আরাফাতুল আলম পাইকগাছাবাসীর কাছে দৃষ্টান্ত!
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
একজন আরাফাতুল আলম পাইকগাছাবাসীর কাছে দৃষ্টান্ত!
অসহায় হতদরিদ্র মানুষের কাছে অতি আস্থাভাজন, কর্মে অবিচল, সৎ, মেধাবী ও বিনয়ী একজন অফিসারের নাম মোঃ আরাফাতুল আলম। তিনি বর্তমানে খুলনার পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দ্বায়িত্ব পালন করছেন।
পাইকগাছায় যোগদানের পর থেকে কঠোর পরিশ্রমী করে আস্থাভাজন মানুষ হিসাবে সকলের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণীর পেশাজীবি, শ্রমজীবী, ব্যবসায়ী ও ভূক্তভোগী শ্রেণী মানুষের কাছে অতি প্রিয় ব্যাক্তত্ব ও একজন আস্থাভাজন মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি। ভুক্তভোগী মানুষ এখন তাদের সমস্যা নিয়ে সরাসরি দেখা করতে পারছেন ও তাদের দুঃখ দুর্দশা ও সমস্যা লাঘবে বিনা বাঁধায় ও নির্দিধায় তাদের প্রিয় স্যারের কাছে গিয়ে সমাধান করতে পারছেন। এজন্য সাধারণ মানুষ খুবই খুশি।
জানাগেছে, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাতুল আলম মানুষের স্বচ্ছ সেবাদান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
একজন সাধারন মানুষের মতোই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে ছুটে চলেছেন তিনি। বিশেষ করে বৈশ্বিক দূঃসময়ে যেখানে সকল শ্রেণীর মানুষ ঘরে আবদ্ধ ঠিক সেই সময়ে থেমে থাকেননি তিনি। জীবনের ঝুকি নিয়েও রাতের অাঁধারে ছুটে যান মানুষের দুয়ারে। দুঃখ-দূর্দশার খোঁজ খবর নিতে অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান তিনি। সামান্য হলেও সাধ্যমত সাহায্য ও সহানুভূতির হাত বাড়িয়ে দেন তাদের জন্য।
সারা দিন দৌড়ের পর বেলা শেষে ক্লান্তনিয়ে অফিসে ফেরেন তিনি। অনেক সময় দেখা গেছে, গভীর রাত পর্যন্ত অফিসের কাজে তিনি ব্যস্ত সময় পার করছেন।
জানাযায়, পাইকগাছায় যোগদানের পর থেকেই উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাতুল আলম ভুমি সেবার মানোন্নয়নে এনেছেন আমুল পরিবর্তন। ভুমি গ্রাহক সেবা সপ্তাহ পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন ও এর বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন তিনি। কোন মানুষ যেনো ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়, কেহ যেন কোন প্রকার হয়রানি না হয় সে ব্যাপারে কর্মকর্তা কর্মচারীদের কোঠোর দিকনির্দেশনা দিয়েছেন তিনি। উপজেলা ভুমি অফিস সহ সংশ্লিষ্ট সকল অফিস সিটিজেন চার্টারের আওতায় এনে অফিসের সম্মুখভাগে ঝুলানোর ব্যাবস্থা করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরাফাতুল আলম বলেন, কোন মানুষ আমার সময়ে কোন কারনে যেন ভুক্তভোগী না হন। তিনি বলেন, কারও কোন অভিযোগ থাকলে সরাসরি আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক সুরাহা করবো। অবস্থাদৃষ্টে অনেক মানুষ ইতোমধ্যে সুফল ভোগ করছেন। বিশেষ করে গরীব ও অসহায় মানুষকে প্রতিপালন যেন তার এক নেশা। কোন অসহায় মনুষকে দেখে এড়াতে পারেননা তিনি। যা সত্যিই এক মানবতার উদহারণ হিসাবে তার এ অবদান চোখে পড়ার মত।
জানাগেছে, ভুমি সংশ্লিষ্ট কার্যক্রমের পাশাপাশি বৈশ্বিক মহামারী করোনার বিপর্যয় মোকাবেলায় অনন্য অবদান রেখেছেন তিনি। ঘুর্ণিঝড় আম্ফান সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় দিনরাত পরিশ্রম ও সরকারী দিকনির্দেশনা বাস্তবায়নে কাজ করেছেন মানবিক কর্মকর্তা মোঃ আরাফাতুল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষের কল্যানে যে সকল কার্যক্রম হাতে নিয়েছেন তার সঠিক বাস্তবায়ন হতে হবে। দেশের উন্নয়ন তথা এলাকার উন্নয়নে কাজ করে জনগনের ভোগান্তি কমাতে হবে। জনগনের প্রত্যাশা তথা অধিকারকে গুরুত্ব দিয়ে ভোগান্তি কমাতে আমরা কাজ করে যাচ্ছি। এটাই তো আমাদের দ্বায়িত্ব। তিনি সকলের উদ্যেশ্যে বলেন, আপনারা সরকারী দিকনির্দেশনা মেনে চলুন। মহামারী করোনা মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের দিকনির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করুন। আপনারা ভাল থাকলে আমরা ভাল থাকবো।