জেলার খবর

নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। সোনারগাঁ।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি-(নারায়ণগঞ্জ)

নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
সোনারগাঁ।

গত কয়েক দিনের টানা বর্ষনে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বরদী বাসস্ট্যান্ড থেকে লক্ষীবরদী পর্যন্ত রাস্তাটির ইট, বালু, সুরকি ও মাটি সরে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে বলে খবর পেয়ে নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

মঙ্গলবার বিকেলে তিনি সরেজমিনে ওই রাস্তা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন।

এছাড়া তিনি এলজিইডি ও প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে পরিচালিত লক্ষীবরদী ব্রীজের পূনঃনির্মান কাজ ও নোয়াগাঁও ইউনিয়নের ছোট বড় প্রায় ১০টি নির্মান কাজের তদারকি করেন। পরে এলাকাবাসীকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি কেএন ৯৫ মাক্স উপহার দেন।

এসময় উপস্থিত ছিলেন- নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, উপজেলা প্রকৌশলী মোঃ আরজুরুল হক, সহকারী প্রকোশলী গিয়াসউদ্দিন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাকিব হাসান জয়, আব্দুর রশিদ মেম্বার, মোস্তফা মেম্বার, বাহাউদ্দিন মেম্বার, নেহাল উদ্দিন মেম্বার, আনোয়ার মেম্বার, শাহীন মিয়া , নুরুল ইসলাম মেম্বারসহ স্থানীয় আওয়ামীলীগ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button