নোয়াখালীর হাতিয়ায় সংকটাপন্ন করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন।
মোঃ ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি-ঃ
নোয়াখালীর হাতিয়ায় সংকটাপন্ন করোনা রোগীদের সেবায় আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা রোগী বেড়ে যাওয়ায় সংকটাপন্ন রোগীদের জন্য সম্পূর্ণ ব্যক্তিগত বিশেষায়িত আইসোলেসন ওয়ার্ড উদ্বোধন করা হয়েছে।
নোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলীর ব্যক্তিগত অর্থায়নে নির্মিত এ আইসোলেসন ওয়ার্ডটি রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহি উদ্দিন, পৌর মেয়র একেএম ইউছুফ আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সাইফ উদ্দিন উকিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মহি উদ্দিন।
পনের বেড নিয়ে বিশেষায়িত আইসোলেসন ওয়ার্ডটি চালু হয়েছে। ২৪ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে। আছে দশ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন দশটি অক্সিজেন সিলিন্ডার। দুইটি অক্সিমিটার মেশিন।