পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের আহত ৩ : আটক ২
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার গড়ইখালী ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গ্রুপের মধ্যে সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের আহত ৩ : আটক ২
পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান গ্রুপের মধ্যেকার সৃষ্ট সংঘর্ষে উভয়পক্ষের ৩জন গুরুতর আহত হয়েছে। এলাকাবাসী প্যানেল চেয়ারম্যানের ছেলেসহ ২জনকে আটক করে রাখলে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় পৃথক ২টি মামলা হয়েছে। শুক্রবার রাতে গড়ইখালী শান্তা বাজার সংলগ্ন এলাকায় মারপিটের এ ঘটনা ঘটে। আহতদের খুলনা ও পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার গড়ইখালী ইউনিয়নে চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস ও প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি জেলে কার্ড বিতরণ সহ বিভিন্ন ভাতা প্রদান নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্য রূপ নেয়। এরই জের ধরে বুধবার রাতে বাড়ী ফেরার পথে শান্তা বাজারের কাছে পৌছালে চেয়ারম্যানের গাড়ী চালক শাহাবুদ্দীন সরদার লাঠি দিয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম কেরুকে মারপিট শুরু করে। যা নিয়ে থানায় অভিযোগ হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার রাতে প্যানেল চেয়ারম্যান কেরুর ছেলে শারফুল আলম ও জনি শান্তা বাজার থেকে বাড়ী ফেরার পথে চেয়ারম্যানের লোকজন তাদেরকে মারপিট করে আকটিয়ে রাখে। এসময় তাদের ঠেকাতে গেলে স্থানীয় লাভলু গাজী ও হাফিজুল শেখকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করলে কতর্ব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে বলে প্যানেল চেয়ারম্যান জানান।