নোয়াখালীর হাতিয়ায় র্যাবের ক্রসফায়ারে শীর্ষ জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার (৪২) নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের সূর্যমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অগ্নেয়াস্ত্রসহ বাহারের ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, মেঘনা উপকূলের শীর্ষ জলদস্যু বাহার তার বাহিনীর সদস্যদের নিয়ে সূর্যমূখি খাল এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে বাহার বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি করে, আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি করলে গোলাগুলিতে বাহার নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ বাহারের ৪ সহযোগীকে গ্রেফতার করা হয়। বাহারের বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলসদ্যু বাহারের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অস্ত্রসহ গ্রেফতার তার সহযোগীদের হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে হাতিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ সুপার আলমগীর হোসেন।