জেলার খবর

নারায়ণগঞ্জ জেলায় প্রকৃত আওয়ামীলীগ কে শামীম নাকি আইভী এই প্রশ্ন জেগেছে নেতাদের মাঝে।

সাহাদাৎ হোসেন শাহীন, জেলা প্রতিনিধি- (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জ জেলায় প্রকৃত আওয়ামীলীগ কে শামীম নাকি আইভী এই প্রশ্ন জেগেছে নেতাদের মাঝে।

নারায়ণগঞ্জ জেলায় প্রকৃত আওয়ামীলীগ কে শামীম নাকি আইভী এই প্রশ্ন জেগেছে আওয়ামীলীগের নেতাকর্মী সহ নারায়ণগঞ্জ বাসির মধ্যে। শামীম ওসমানের আশে পাশে আওয়ামীলীগের নেতাকর্মী থাকলেও দুই একজন বিতর্কিত নেতা তার আশে পাশে থাকার কারনে অনেক সময় সমালোচিত হতে হয় শামীম ওসমানকে।

অপর দিকে সেলিনা হায়াত আইভীর আশে পাশে হাতে গোনা দুই চার জন আওয়ামীলীেেগর নেতাকর্মী থাকলেও বেশীর ভাগই আওয়ামীলীগ বিরোধী নেতাকর্মীরা তাকে প্রাচিরের মত বন্দী করে রেখেছে। যাদের মুখে সব সময় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ বিরোধী কথা শোনা যায় তাদের নিয়েই আইভীর চলাফেরা। তারপর দুজনই আওয়ামীলীগের সদস্য নারায়নগঞ্জ বাসির প্রশ্ন শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন অন্য দিকে আইভী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি। যাকে বলে মূল্যহীন তারপরও সর্বত্তই আইভী আওয়ামীলীগের প্রত্যেকটা কর্মসূচিতে যোগদান করেন না কিন্তু ভেজাল ঠিকই লাগাতে পারে।

বর্তমানে আওয়ামীলীগের জেলা কমিটিতে সভাপতি আবদুল হাই ও সাধারন সম্পাদক পদে আবু হাসনাত মো: শহীদ বাদলকে বলা যেতে পারে নিরভেজাল তারা প্রকৃত পক্ষেই আওয়ামীলীগার। বাংলায় একটি কথা রয়েছে এক মোন দুধে একটু চুনা পড়লেই দুধ নষ্ট হয়ে যায়, আইভীকেও অই চুনা বলে আখ্যায়িত করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এই যাবত প্রর্যন্ত জেলা আওয়ামীলীগের যত কমিটি হয়েছে এক মাত্র আবদুল হাই সমস্ত গুনে গুনাবলি সে পরিস্কার মানুষ পরিস্কার ভাবে চলাফেরা করাই তার অভ্যাস দাবী আওয়ামীলীগের নেতাকর্মীদের। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল যেহেতু দলের সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছে কেন্দ্র থেকে তার একটু কথা বলতেই হবে কারন সভাপতি তেমন কোন বক্তব্য থাকার কথা নয়।

যেমন আওয়ামীলীগের কেন্দ্রীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, তাই বিভিন্ন দলের নেতাদের বক্তব্যের জবাব তাকেই দিতে হয় কারন সাধারন সম্পাদক বক্তব্যই সাংগঠনিক। অপর দিকে যেহেতু নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে ভিপি বাদল রয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের আলোচনা সমালোচনা করতেই পারে এটা দলের সাংগঠনিক নিয়মাবলি।

শামীম আইভী কি সত্যিকারেই আওয়ামীলীগার যদি তারা সত্যি আওয়ামীলীগার হতো তাদের উভয়ের আশে পাশে কেন বিতর্কিত ব্যক্তি থাকবে এর কারন জানতে চায় আওয়ামীলীগ নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button