সোনাতলায় বারোয়ারি দূর্গা মন্দির অবরুদ্ধের পথে,আগামীর দূর্গাপূজা নিয়ে শঙ্কায় হিন্দুধর্মালম্বীরা
বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলায় বারোয়ারি দূর্গা মন্দির অবরুদ্ধের পথে,আগামীর দূর্গাপূজা নিয়ে শঙ্কায় হিন্দুধর্মালম্বীরা
বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউপির কর্পূরহাট বারোয়ারি দূর্গা মন্দিরটি অবরুদ্ধের পথে। স্থানীয়রা জানান মন্দির সংলগ্ন জমির মালিকরা বাড়ি বানানো কালীন সময়ে জমি মাপযোগের হেরফের করে মুল মন্দিরে প্রবেশের মেইন গেটের সামনে প্রাচীরদ্বারা অবরুদ্ধ করার পাঁয়তারা করছে।
ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মতো ঘটনা। কর্পূর বারোয়ারি দূর্গা মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা বলেন, তেতাল্লিশ বছর ধরে এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসা শারদীয় দুর্গাপূজা হয়তবা আর আগামীতে করা সম্ভব হবে না। তিনি আক্ষেপ করে বলেন এই মন্দিরে হয়তবা আর কোনোদিন শোনা যাবেনা ঢাকের ও কাসীর আওয়াজ, ভক্তবৃন্দের ঘটবে না আগমন, হবে না শারদীয় দুর্গা উৎসব।
বিষয় নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক মন্ডলকে জানানো হলে তিনি তাৎক্ষণিক ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) কে বিষয়টি খতিয়ে দেখতে বলেন। এবিষয়ে দিগদাইড় ইউনিয়ন উপ-সহকারী ভুমি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনাস্থলে এসে স্থানীয়দের ও মন্দির কমিটির লোকজনদের সাথে নিয়ে আলোচনায় বসেছি আশা করছি বিষয়টি সমাধান করা সম্ভব হবে।
এ বিষয়ে মুঠোফোনে সোনাতলা থানার ওসি তদন্ত আবু সুফিয়ান এর সাথে যুক্ত হলে তিনি বলেন, বিষয়টি এখন পর্যন্ত মন্দির কমিটির পক্ষে থেকে কেউ জানায়নি। তবে জানালে যথাযত আইনি ব্যবস্থা নেয়া হবে।