আরো...

বেগমগঞ্জের করোনাভাইরাসে ১জনের প্রথম মৃত্যু, আক্রান্ত, ৩জন

আনোয়ারুল করিম মানিক

বেগমগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে শিপন (২৬) নামে প্রথম ১জনের মৃত্যু এবং ৩জন আক্রান্ত হয়েছে। মৃত ব্যাক্তি চৌমুহনী গোলাবাড়িয়াস্থ ব্যারিষ্টার মাহবুুবুব উদ্দিন খোকনের মালিকানাধীন সুগন্ধ্যা কমিউনিটি সেন্টারে চাকুরী করতেন। তিনি সোনাইমুড়ীর অম্বরনগর গ্রামের। নূর মোহাম্মাদ চৌধুরীর। ছেলেহন। তিনি চৌমুহনীর হাজীপুর গ্রামে নিজ বোনের বাসায় থাকতো। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, গত ৫দিন আগে সর্দি, কাশি, জ¦র নিয়ে শিপন (২৬) নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়। তার শ^াস কষ্ট শুরু হওয়ার পর অক্সিজেনসহ নানা রকম চিকিৎসা সামগ্রি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি রোববার রাত ১১টার দিকে মারা যায়। তার রক্তের নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠানো হয়। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীমকুমার দাস জানান, যেহেতু মৃত শিপন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে সেহেতু তাঁর নমুনা ঐ হাসপাতালে করেছে। তবে এই উপজেলায় গত ২৪ ঘণ্টায় পর্যন্ত চৌমুহনী ডিবি রোডস্থ চৌমুহনী ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ন কবিরের মালিকানাধীন তাহেরা মেডিকেল হলের ম্যানেজার ও এক কর্মচারী আক্রান্ত হওয়ায় ঐ ফার্মেসী লকডাউন করা হয়। এছাড়াও দূর্গাপুরে এক জনের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে হোম কোয়ান্টামে রাখা হইছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button