যেসকল অ্যাপ চুরি করে ফেসবুকের পাসওয়ার্ড
ফেসবুকে আবারও নতুন অ্যাটাকের খবর সামনে এসেছে। যাকে ফিশিং অ্যাটাক বলা হয়। অ্যান্ড্রয়েড ফোনের কিছু অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক ফোনে ঢুকছে। এই ফিশিং অ্যাটাকের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পৌঁছে যেতে পারে হ্যাকারদের হাতে।
সম্প্রতি ট্রেন্ড মাইক্রো নামের একটি সাইবার সিকিউরিটি সংস্থা এসকল তথ্যসহ অ্যাপগুলোর নাম প্রকাশ্যে এনেছে। মূলত এসব অ্যাপ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ক্রিপ্টোকারেন্সি চুরি করতো। ভয়ংকর তথ্য হলো, এই সকল অ্যাপ গুলির মধ্যে কয়েকটি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ১ লাখের বেশি ডাউনলোড হয়েছে।
এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু অ্যাপের নাম চলুন জেনে নেই। যা আপনার ফোনে থাকলে এখনই ডিলিট করে দিন-
১. ক্রিপ্টো মাইনিং ফার্ম ইউর ওউন কয়েন : এটা ক্রিপ্টোকারেন্সি অ্যাপ।
২. পানোরামা ক্যামেরা : স্মার্টফোন ক্যামেরার মাধ্যমে ছবি তুলতে এই অ্যাপ ব্যবহার হয়।
৩. ওয়াম ফটো : এটি ফটো এডিটর। ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, কোলাজ তৈরিতে কাজে লাগে এই অ্যাপ।
৪. এনজয় ফটো এডিটর : এটাও একটা ফটো এডিটর অ্যাপ।
৫. ফটো গেমিং পাজেল: এটা একটা পাজেল গেম।
৬. ডেইলি ফিটনেস ওএল : এটি ফিটনেস অ্যাপ। দৈনিক ফিটনেসের জন্য অ্যাপের মধ্যে রয়েছে ইউটিলিটি ও টুল বিভাগ।
আপনার ফোনে এসব অ্যাপ ইনস্টল থাকলে এখনই আনইনস্টল করে দিন। গুগল তাদের প্লে স্টোর থেকে এসকল অ্যাপ সরিয়ে নিয়েছে এবং সবাইকে সতর্ক করেছে। যদিও অন্যান্য ওয়েবসাইট থেকে .apk ফাইলের মাধ্যমে এই অ্যাপগুলো এখনও স্মার্ট ফোনে ইনস্টল করা যায়।