জাতীয়

টিপু ও প্রীতিকে গুলি করে হত্যা, বেশ কিছু তথ্য পেয়েছে র‍্যাব

রাজধানীর শাহজাহানপুরে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও পথচারী আফরিন প্রীতি (২৪) নামের এক তরুণী। আহত হয়েছেন আরও একজন। এদিকে জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে র‍্যাব। ইতোমধ্যে ঘটনার বেশ কিছু আলামত ও তথ্য তারা পেয়েছে। আজ শুক্রবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন র‍্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত এ ধরনের গুলির ঘটনায় ইতোপূর্বেও র‍্যাব গুরুত্বের সঙ্গে দ্রুত সময়ে তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। গতরাতের ঘটনায়ও হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, এ ঘটনায় মতিঝিল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরাধী ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। খন্দকার মঈন বলেন, জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বেশ কিছু মোটিভও আমরা হাতে পেয়েছি। সেগুলো আমরা পর্যালোচনা করছি। ঘটনায় শুটারদের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শনাক্তের চেষ্টা করছি। র‍্যাব ছাড়াও সিআইডি, থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার একাধিক টিম কাজ করছে। আমি মনে করি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার মোটিভ উন্মোচন ও শুটারদের শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা সম্ভব হবে।

এদিকে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার সকালে শাজাহানপুর থানায় করা এ মামলায় তিনি কারো নাম উল্লেখ করেননি। অজ্ঞতা আসামি হিসেবে মামলা করেছেন ডলি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে এজিবি কলোনি থেকে শাহজাহানপুর খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় ফিরছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। আমতলার মসজিদ কাছে খিলগাঁও রেলগেট সিগনালে পড়ে তার গাড়ি। এসময় হেলমেট পরিহিত যুবক গাড়ির জানালা দিয়ে টিপুকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে টিপু ও গাড়ি চালক মনির হোসেন মুন্না গুলিবিদ্ধ হয়। পাশে রিকশায় থাকা বদরুন্নেসা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতিও গুলিবিদ্ধ হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button