বাংলাদেশি ভক্তের আবদার মেটালেন আফগান ক্রিকেটার রশিদ খান
আফগান ক্রিকেটার রশিদ খান। বিশ্ব তারকাদের একজন। তার ভক্ত সমর্থকও কম নয়। এবার দেশ ছাড়িয়ে যে তার ভক্ত বিদেশেও রয়েছে তারই প্রমাণ মিললো মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। গতকালকের টি-টোয়েন্টি ম্যাচ শেষ না হতেই মাঠের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় বিশেষ চাহিদা সম্পন্ন এক তরুণকে। মাঠে থাকা বিসিবির এক কর্মকর্তাকে নিজের প্রিয় তারকার সঙ্গে দেখা করার কথা বলেন আল আমিন নামের সেই ভক্ত। পরে সেই সুযোগ পেয়েই রশিদের দিকে ছুটে যান তিনি।
আল আমিনের বয়স ১৮ বছর। তার ডান হাতের কবজি খানিকটা বাঁকা। এমনকি কথাও বলতে পারেন না ঠিকঠাক। হাতের ইশারায় রশিদকে বোঝালেন, তার বড় ভক্ত তিনি। এরপর রশিদও তার ডাকে সাড়া দেন। রশিদের কাছে একটি বলের আবদার করেন আল আমিন।
এরপর ভক্তের এমন আবদার মেটাতে সময় নেননি রশিদও। ড্রেসিং রুম থেকে একটি বল এনে সাক্ষর করে তার হাতে তুলে দেন এই আফগান লেগ স্পিনার। বল পেয়ে খুশিতে আত্মহারা আল আমিন। রশিদরা স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরলেও আল আমিন যেন ছেড়ে যেতে চান না শেরে বাংলা স্টেডিয়াম। এই মাঠেই যে স্বপ্নের ক্রিকেটারের স্পর্শ পেয়েছেন তিনি।