মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
আঃ হামিদ মধুপুর, প্রতিনিধি-(টাঙ্গাইল)
মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের মধুপুরের নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী এন্ড ফিস ফিডের দুটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মৎস্য খামারের মালিক মো. আতিকুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী এন্ড ফিস ফিড নামক প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমান মৎস্য প্রজেক্ট করে মাছ চাষ করে আসছে। তাদের দুটি পুকুরে রোববার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। সকালে আতিকুর রহমানের বাড়ির লোকজন দেখতে পায় পুকুরের মাছ মরে ভেসে উঠছে।
মৎস্য খামারের মালিক আতিকুর রহমান জানান, আমি কালচার পুকুর ও নার্সিং পুকের মাছ ও মাছের পোনা উৎপাদন করে থাকি। বালিয়া চরা গ্রামের জুলহাস উদ্দিন, মিজানুর রহমান, মফিজ উদ্দিন, মিনহাজ উদ্দিনসহ কয়েকজনের সাথে দ্ব›দ্ব চলছে। ১০/১২ দিন আগে শালিশী বৈঠকেও বাকবিতন্ডা হয়েছে।
সে সময় তারা আমার এবং পুকুরের ক্ষতি করবে বলেও হুমকি দেয়। রাতের আঁধারে তারাই আমার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। এতে প্রায় সাড়ে ১১ লাখ টাকার ক্ষতি করেছে তারা। আমি তাদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।