জেলার খবর

ধামরাইয়ে বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে দুর্গাপূজা উপলক্ষে পৌর মেয়র মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রনজিত কুমার পাল (বাবু) স্টাফ রিপোর্টারঃ

ধামরাইয়ে বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাদের সাথে দুর্গাপূজা উপলক্ষে পৌর মেয়র মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

“ধর্ম যার যার উৎসব সবার” প্রতিপাদ্য করে ঢাকার ধামরাই পৌরসভার উদ্যোগে রবিবার (১০ই অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ধামরাই পৌরসভা মিলনায়তনে প্রতি বছরের ন্যায় এবারও আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধামরাই পৌরসভার সকল পূজা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও মন্দিরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম কবির মোল্লা সভাপতিত্বে ও ধামরাই পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ্ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি ও দক্ষিণ পাড়া শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার,পৌরসভার প্যানেল মেয়র ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোকসেদ আলী,শ্রীশ্রী যশোমাধব মন্দির কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুকান্ত বণিক, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু),ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমজাদ হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সহ ধামরাই পৌরসভার ৩৭টি পূজা মন্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ এ’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ও সুচারুভাবে সফল ভাবে সম্পন্ন করার জন্য মেয়র মহোদয় ও পূজা কমিটির বিষদ বিস্তারিত আলোচনান্তে সকলকে আবারো বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ এড়াতে প্রতিটি মন্দিরে পর্যাপ্ত মাস্ক রাখা এবং পূজা মন্ডপে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরন ও মাস্ক পড়া বাধ্যতামূলক তা নিশ্চিত করতে প্রতিটি পূজা মন্ডপের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করার জন্য অর্থবহ আলোচনান্তেনধামরাই পৌরসভা কর্তৃক প্রতিটি পূজা মন্ডপের জন্য ৫০০০/- টাকা ধার্য্যকৃত অনুদান প্রত্যেক মন্দিরের কর্মকর্তাদের হাতে ৫০০০/টাকা করে পৌরসভা হইতে অনুদান প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button