ধামরাইয়ে আগুনে পুড়ে গেছে এক সারিতে থাকা ৪টি দোকান
ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া হাঁটের টেলিভিশনের মেকানিজের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে।
আগুনে এক সারিতে থাকা কয়েকটি ঘরে আগুন লেগে যায়। এতে পুড়ে গেছে প্রায় ৪টি দোকান। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে কয়েক’লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর- ২০২১ খ্রীঃ) আনুমানিক ভোর রাত ৪:৩০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় এক ’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মার্কেটের ব্যবসায়ী ঝন্টু হাওলাদার জানান, ভোর রাত ৪:৩০ টার দিকে মার্কেটের টেলিভিশনের মেকানিজের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পাশের খোলা অকটেন, পেট্রোল বিক্রয়ের দোকানে আগুন লেগে ছড়িয়ে পরে।
এভাবে প্রায় এক সারিতে থাকা ৪টি, সাগরের মুদি দোকান, ঝন্টু হাওলাদারের বস্ত্রালয়, মোঃ আরিফের অটোরিক্সা ও সাইকেল মেকানিজের গ্যারেজ, মোঃ বেনজীরের ইলেকট্রনিক্স টেলিভিশনের মেকানীজ দোকান পুড়ে গেছে।
ধামরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন ঢাকার স্টেশন অফিসার মোঃ সোহেল রানা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। প্রায় এক সারিতে থাকা ৪টি দোকান আগুনে পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে কয়েক’লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।