জেলার খবর

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে টাকা দেওয়ার কথা বলে অসহায় গৃবধুর কাছ থেকে টাকা নেওয়ায় দালাল গ্রেফতার

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে পুলিশকে টাকা দেওয়ার কথা বলে অসহায় গৃবধুর কাছ থেকে টাকা নেওয়ায় দালাল গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশের কথা বলে অসহায় গৃহবধুর নিকট থেকে ২ হাজার টাকা নেওয়ার সময় হাতে নাতে এক দালাল কে গ্রেফতার করেছে পুলিশ।

থানা পুলিশ জানায় গতকাল বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ থানা গেট সংলগ্ন এলাকায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সালমারা ইউনিয়নের হিজরতপুর গ্রামের ছালেক এর মেয়ে রুবিনা বেগম এর সঙ্গে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন এর ছেলে মাহাবুব এর সঙ্গে বিবাহ হয়।

তাদের পারিবারিক কলহের কারণে অসহায় রুবিনা থানায় অভিযোগ দাখিল করতে আসেন। তার সঙ্গে পরিচিত সোনাতলা উপজেলার গরমাতপুর গ্রামের কায়েশতুল্যার ছেলে প্রতারক নূরনবী (৩৩) শিবগঞ্জ থানা পুলিশের কথা বলে অসহায় রুবিনা বেগম এর নিকট থেকে থানা পুলিশের নাম বলে ২ হাজার টাকা নেওয়ার সময় পুলিশ হাতে নাতে ওই প্রতারককে আটক করে।

এব্যাপারে রুবিনা বেগম বলেন থানা পুলিশকে টাকা দেওয়ার কথা বলে ইতিপূর্বে ১৫ শত টাকা নিয়েছে আবারো আজ থানা পুলিশের কথা বলে ২ হাজার টাকা নিয়েছে। বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন পুলিশের কথা বলে ২ হাজার টাকা নেওয়ার প্রমান মিললে প্রতারক কে আটক করা হয়েছে এবং রুবিনাকে উক্ত ২ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button