পাইকগাছার কৃতি সন্তান মনিরা’র উপ-পুলিশ কমিশনারে পদোন্নতি।
এ কে আজাদ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি-(খুলনা)
পাইকগাছার কৃতি সন্তান মনিরা’র উপ-পুলিশ কমিশনারে পদোন্নতি।
পাইকগাছার কৃতি সন্তান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে উপ-পুলিশ কমিনশার পদে পদোন্নতি লাভ করেছেন পাইকগাছার কৃতি সন্তান মনিরা সুলতানা শিমুল। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বারক নং ৪২৪,তারিখ-১৮.০৬.২০২০ প্রজ্ঞাপনে উপ-পুলিশ কমিনশার হিসাবে মনিরা সুলতানা শিমুল এর পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মনিরা সুলতানা শিমুল, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল মান্নান সরদারের মেয়ে। মাতা মৃত মজিদা খাতুন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে মনিরা সকলের ছোট।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ-বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে ২৫তম বিসিএস ক্যাডারে এএসপি হিসাবে ২০০৬ সালে পুলিশে যোগদান করেন তিনি।
মনিরা সুলতানার স্বামী একজন ব্যাংক কর্মকর্তা। তাদের ২ ছেলে রয়েছে।
এর আগে তিনি খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে কর্রমত ছিলেন। বতমানে তিনি পদোন্নতি লাভ করে খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিনশার হিসাবে কর্মরত আছেন।