বগুড়ায় শ্রী শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও কীর্তন
৩০ আগষ্ট সোমবার সকাল ১০ঘটিকায় বগুড়া গাবতলী সুখানপুকুর চামুরপাড়া সার্বজনীয় দূর্গা মন্দিরে শ্রী শ্রী কৃষ্ণের জন্নষ্টমী উৎসব উপলক্ষে সনাতন সৎ সংঘ সুখানপুকুর শাখার আয়োজনে বগুড়া জেলা হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের যুগ্নসাধারন সম্পাদক অশোক কুমার সাহার সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী পলাশ চন্দ্র পলানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গাবতলী উপজেলা শাখার সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন,অত্র মন্দির কমিটির সভাপতি পরিমল চন্দ্র সাধারন সম্পাদক বিমল চন্দ্র,আরো উপস্থিত ছিলেন,সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শিখর বিটু সিংহ,সাবেক শিক্ষক শরৎ বাবু, উদয় শিংহ, কাজল, রতন, বিজেন্দ্র, বিপুল, সুমন কর্মকার প্রমুখ। অপরদিকে এ উৎসব উপলক্ষে সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বামুনিয়া পালপাড়ায় ১৬প্রহরব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।